জাতীয় প্রেসক্লাবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: শরীফুল ইসলাম : ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৫ আগষ্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতায় ২০ জন শিশু কিশোর অংশগ্রহন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন।
চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে তিনটি গ্রæপে বিভক্ত করে প্রথম ,দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিভিন্ন গ্রæপে ক গ্রæপ ১। মো: রহিম রহমান, ২। আশফিয়া খান অগ্নি, ৩। ইন্দু লেখা অর্মি। খ গ্রপে ১। মুশফিক আল রাফি, ২। বর্ণিল কাদের, ৩। রাইসা রহমান গ গ্রæপ ১। তালহা যুবায়ের, ২। উথল শেঠ, ৩। সাইদুর রহমান
বাকী প্রতিযোগিদের মাঝে সান্তনা পুরস্কার পদান করা হয়।
নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সমজিত রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাম সরওয়ার সিনিয়র সদস্য জাতীয় প্রেসক্লাব, আজিজুল ইসলাম ভূঁইয়া জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপানা কমিটির ভাইস প্রেসিডেন্ট, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী, ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, প্রেসক্লাবের সদস্য আতিকুল ইসলাম, জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।