চুয়াডাঙ্গায় সব ধরনের কোচিং বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার শিক্ষার মান ফিরিয়ে আনার লক্ষে নিয়ম বহির্ভূত সব ধরনের কোচিং বন্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসক । শুক্রবার স্থানীয় সকল পত্রিকার মাধ্যমে এ নির্দেশনা জারী করা হয়।

শিক্ষার মান উন্নয়নে সকলেই নিয়মিত ক্লাশ, ব্যবহারিক ক্লাশ, নিয়মিত উপস্থিতি, মনিটরিংকে শিক্ষার মানের উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করবে । অপরপক্ষে ছাত্র-অভিভাবকের অসচেতনতা, অনিয়মিত ক্লাশ, বিদ্যালয়ে ছাত্র ও শ্রেণিকক্ষে শিক্ষকগণের মোবাইল ফোনের ব্যবহার, স্কুল চলাকালে কোচিং সেন্টারের প্রভাবকে শিক্ষার মান হ্রাসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।

১। বিদ্যালয় চলাকালে সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরনের কোচিং করানো যাবে।

২। শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জারীকৃত কোচিং বানিজ্য বন্ধ নীতিমালা অনুসরন করতে হবে।

৩। সন্ধ্যার পর কোন কোচিং সেন্টারে কোচিং করানো যাবে না।

৪। প্রত্যেক কোচিং সেন্টারে আগষ্ট মাসে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করতে হবে।

৫। ছাত্র ও ছাত্রীদের একই সময়ে একই ব্যাচে কোচিং করানো যাবে না।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।