চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক,২৮ এপ্রিল:

চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন।

রোববার সকালে আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মোড়ে ও শনিবার চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের আছির উদ্দিনের ছেলে শামসুল আলম শান্তি ও জেলা শহরের সবুজপাড়ার রাশেদ আহমেদের ছেলে স্কুলছাত্র রেদওয়ান আহমেদ। সে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ছাত্র রেদওয়ান বাইসাইকেলযোগে শহরের সবুজপাড়া থেকে সিনেমা হলপাড়ায় যাচ্ছিল। কোর্ট মোড় এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডা. সোনিয়া আহমেদ রেদওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে শামসুল হক শান্তি রোববার সকালে শ্বশুরবাড়ি দামুড়হুদার রামনগর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মোড়ে পৌঁছালে মেহেরপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

অ্যাম্বুলেন্সে ওঠানোর সময় সকাল ৯টার দিকে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা থানার ওসি আবু জিহাদ খান যুগান্তরকে জানান, স্কুলছাত্র রেদওয়ান নিহত হওয়ার ঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।